মা হারা পাঁচটি বিড়ালছানা

বাংগাল
Published : 22 Nov 2015, 07:33 PM
Updated : 22 Nov 2015, 07:33 PM

পাঁচটি বিড়াল ছানার চিঁ চিঁ শব্দে আমাদের বাড়ীর সামনের প্রধান সড়ক তোলপাড় । আমি হঠাৎ তাকিয়ে দেখি বিড়াল ছানাগুলো চিৎকার করে রাস্তায় ছুটাছুটি করছে ।৭/ ৮ দিন বয়সি বাচ্চা , সবে চোখ ফুটেছে , নরম তুলতুলে । কান্ডজ্ঞানহীন দুয়েকজন গাড়িচালক শাঁ শাঁ করে চলে যাচ্ছিলো প্রায় চাপা দিয়েই । রিক্সাগুলোকে থামায় কার সাধ্য ? কোন রকমে যানবাহনগুলো থামাতে চেষ্টা করে দৌড়ে গিয়ে ছানাগুলোকে রাস্তার একপাশে নিয়ে এলাম কয়েকজনে মিলে । তখনি পাশের বাড়ীর কেয়ারটেকার বলল , গতকাল মা বিড়ালটি গাড়ী চাপায় মারা পড়েছে । বুঝতে পারলাম বাচ্চাগুলো ক্ষুধায় কাতর । দোকান থেকে মিল্কভিটা দুধ , ফিডিং বোতল এনে খেতে দিলাম , চিঁ চিঁ থামল , কিন্তু ওদের চোখ খুঁজছিল মাকে । করুন দৃশ্য । অনেক কস্টে দুদিন চটের বিছানা ঝুড়িতে পেতে রাখলাম , ধীরে ধীরে বন্ধু চিনতে পারলো । কেমন দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দেখেই সবার মায়া পড়ে যায় ।সকালে আমি গাড়ীতে বসেছি, অমনি ছানাগুলো আমার দিকে এভাবে তাকিয়ে রইলো । এমন দৃশ্যটি ক্লিক না করে পারা যায় ?