কী আশা করতে পারি?

শাহানূর ইসলাম সৈকত
Published : 20 July 2012, 04:06 AM
Updated : 20 July 2012, 04:06 AM

কি প্রয়োজন ছিল মানবাধিকার কমিশনে আভিযোগ করার? শুধু শুধু আপনারও সময় নষ্ট আর আমাদেরও সময় নষ্ট!! পুলিশের আচরনের প্রতিবাদ আপনার একা করে লাভ কি? আপনে কি কোন পরিবর্তন করতে পারবেন? যেখানে সমাজের সব জায়গায় অনিয়ম। তার চেয়ে যা হয়েছিল তা ভুলে যেতে পারতেন…কথাগুলো বলছিলেন জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক নির্দেশিত হয়ে পুলিশী লাঞ্চনার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির কমিটির প্রধান একজন ডেপুটি সেক্রেটারী, যে কমিটির দায়িত্ব ঘটনার সত্যতা উদ্ঘাটন করা। এ তদন্ত কমিটির আরেক সদস্য হলেন বহুল আলোচিত ও অভিযুক্ত নির্যাতনকারী এসি বিপ্লব!! এভাবে প্রায় আধা ঘন্টা জ্ঞান দেওয়ার মাধ্যমে আমাকে পুলিশের কোন অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করার বিষয়ে অনুৎসাহিত করছিল। এখন বলুন এই কমিটির নিকট থেকে আমি কি আশা করতে পারি?????