বার কাউন্সিল কি দিনে দিনে নপুংসকে পরিনত হচ্ছে?

শাহানূর ইসলাম সৈকত
Published : 5 May 2014, 04:47 PM
Updated : 5 May 2014, 04:47 PM

আইনজীবীদের প্রফেশনাল অভিভাবক বাংলাদেশ বার কাউন্সিলের ভূমিকা কি একটুও পরিবর্তন হবে না??? নারায়নগঞ্জ জেলা বারের সদস্য অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণপূর্বক হত্যার ঘটনানায় সারা দেশ যেখানে উদবিগ্ন সেখানে আমাদের বার কাউন্সিল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে…তাই তো সারা দেশের আইনজীবীদের অভিভাবক হওয়া সত্ত্বেও একজন আইনজীবীর দিনে দুপুরে অপহরনপূর্বক খুন হওয়ার পরও বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে কোন পদক্ষেপ নিতে দেখি না। একটি প্রফেশনাল বডি কতটা দায়িত্বহীন হলে এইভাবে নির্বিকার থাকতে পারে? অবশ্য বার কাউন্সিল যখন সংকীর্ন দলীয় রাজনীতির খেলাঘরে পরিনত হয় তখন তার নিকট থেকে আমরা আর কিইবা আশা করতে পারি? তরুন আইনজীবীদের প্রতি আহবান বিজ্ঞ আইনজীবীদের অভিভাবক এই প্রতিষ্ঠানের চরম অধঃপতনের আগেই সবাইকে জেগে উঠতে হবে। নতুবা আর খুব বেশীদিন দেরী নেই যেদিন আইনজীবীদের অস্তিত্ব খুজে পাওয়া দায় হবে। তবে কি বার কাউন্সিল দিনে দিনে নপুংসকে পরিনত হচ্ছে?