একটা সোজা প্রশ্ন জিগাই: ভারতের ৫৪টা পদকের দাম কি আমাদের প্রাপ্য অভিন্ন ৫৪টা নদীর পানির সমান???

কান্টি টুটুল
Published : 16 March 2012, 09:23 AM
Updated : 16 March 2012, 09:23 AM

মানুষ এত বেকুব হয় কি করে?

একে একে সব নদী থেকে পানি নিয়ে যাচ্ছে ভারত,

তিস্তা নদীর পানি নিয়ে চুক্তি করার সময় হয় না কিন্তু আতিউর রহমান রে "ইন্দিরা গান্ধি গোল্ড প্লাক" পদক দেয়ার সময় হয় !!!
এই নিয়া কেউ কেউ আবার গর্ব বোধ কইরা বিজ্ঞাপন ও দেয়।

আতিউর রহমান রে কই…….ঐ পদক পানির অভাবে মরুভূমি হয়ে যাওয়া এদেশের ধান ক্ষেতে পুঁইতা রাইখেন,জমিতে সেচ দেওন লাগবো না।