অতপরঃ মে’দিবস! শ্রেণী-বৈষম্যের এই দেশে

চারু মান্নান
Published : 2 May 2011, 09:13 AM
Updated : 2 May 2011, 09:13 AM

মে দিবস এলেই, যেন সভা,মিছিল মিটিং,মানব বন্ধন,ইত্যাদি ইত্যাদি দিন মজুরদের কষ্টে মন প্রাণ সবারই আবেগে আপ্লুত হয়ে যায়, সভা সমিতির মঞ্চে গলা ফাটিয়ে বক্তৃতা চলে আর আকাশে বাতাসে ফকির আলমগীরের গান, হেনরির হাতুড়ির শব্দ~~~~~~~~~বেজে চলে মাইকের উচ্চ স্বরে!!!!

শ্রেণী-বৈষম্যের এই দেশে, আধা পেট খাওয়া শ্রমিকদের বুকে নিত্য বাজে হেনরির হাতুড়ির শব্দ। কবে আসবে সেই দিন?????? শ্রেণী-বৈষম্যের সৌম্য প্রাচীর, ভাঙ্গবে একদিন মুষ্টিবদ্ধ স্লোগানে।