প্রতিদিনের বিড়ম্বনায়-আজকের সকাল! এক কিশোরের আত্মাহুতি!

চারু মান্নান
Published : 31 July 2011, 05:07 AM
Updated : 31 July 2011, 05:07 AM

সকালের ঘুম ভাঙ্গল, জানলায় কাকের আওয়াজে! বাথরুম সেরে নাস্তার জন্য তারা, অফিস সময় উঠছে জেগে। এমন সময় কান্নার আওয়াজ,পাশের বিল্ডিং থেকে। ১৪/১৫ বছরের কিশোর। গতকাল রাতে বাপ, মা খুঁজে পাই নাই। বাসায় ফিরেনি। পাশের বিল্ডিং থেকে কে একজন জানালো ভোরের দিকে, ছাদে একটি লাশ ঝুলছে। মা,বাপ ছাদে গিয়ে দেখল, তাদের ছেলের লাশ। কান্নার রোল পরে গেছে,গলিতে মানুষ ভরে গেছে। পুলিশে সংবাদ পৌঁছানো হচ্ছে,এক্ষুনি আসবে হয়তো। আমি ভিড় ঠেলে গেলুম লাশের কাছে, তরতাজা এক কিশোরের জীবন প্রদীপ নিভে গেল।

জানতে পারিনি, কেন তার এমন আত্মাহুতি? এ দায় ভার কার? সমাজের না,সময়ের অস্থিরতা?

***
১৪১৮@১৬ শ্রাবণ,বর্ষাকাল! সকাল-৯টা,২০মিনিট।