মাননীয় প্রধানমন্ত্রী এ কেমন ডিজিটাল?

ফারুক
Published : 22 Feb 2011, 03:33 PM
Updated : 22 Feb 2011, 03:33 PM

অতি দুঃখের সাথে বলতে চাই আপনার কার্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ে অক্লান্ত পরিশ্রমে যানজট নিরসনের বিস্তারিত তথ্যের কপি ও নক্সা ই-মেইল ও পোষ্টে প্রেরণ করলাম। দেশের উন্নয়নের অন্যতম বাধা এই যানজট। রাজধানীর এমন ভয়াবহ সমস্যাটির এ বিষয়ে আপনার কার্যালয় ও মন্ত্রণালয়ের কেউ গুরুত্ব আরোপ করে কোন প্রতি উত্তর প্রদান করেনি। আমার প্রযুক্তিটি প্রয়োগ নাই হোক উত্তরও আমি পেতে পারি না? সুইডেন, নরওয়ে ও বিভিন্ন উন্নত দেশের সরকারী মেইলে একটি মেইল করলে কর্মকর্তাগণ সহায়ক হিসেবে তার সেই তথ্যের প্রেক্ষিতে রিপ্লাই দেয়। কিন্তু এই ডিজিটাল বাংলাদেশে আপনার কার্যালয় ও মন্ত্রনালয় থেকে ৪ মাসেও আমি এর কোন উত্তর পোষ্ট অফিসে, মোবাইলে এবং ইমেইলেও পাইনি, জানিনা কেন। যা অত্যন্ত কষ্টদায়ক। আসলে ডিজিটাল দেশ গড়তে হলে ডিজিটাল সোলজার প্রয়োজন, যারা শুধু মুখেই খই ফুটায় না, কাজেও ফুটায়। নয়ত আপনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অগ্রগতি হবে না। প্রকৃত পক্ষে প্রযুক্তির মূল্যয়ন করা প্রয়োজন। কারণ একটি প্রযুক্তিই হতে পারে হাজার কোটি মানুষের জন্য কল্যাণকর।

———————————————————————————————
"বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হউক"
—————- ফারুক——– ০১৯২৭৩৭৪৭২২