হিটলার, প্লিজ তুমি আপসোস করোনা। রাস্তায় বের হলেই কারাদন্ড!!!

হাবিব
Published : 11 June 2011, 04:32 PM
Updated : 11 June 2011, 04:32 PM

ক্ষমতা লাভের ক্ষেত্রে জনমতকে তোয়াক্কা করেন না শেখ হাসিনা। এবার বিরোধী দলের নেতা কর্মীদের সাজা দিতে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবহার করছে সরকার। আজ শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩০ নেতা কর্মীকে ভ্রাম্যমাণ আদালত দিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বিএনপি জামায়াত জোট, সমমনা দল ও সংগঠনের দেশব্যাপী ৩৬ ঘণ্টার লাগাতার হরতাল শুরুর কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটল।
তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, আজ দুপুর ২ টা ৩৫ মিনিটে রাজধানীর কাওরান বাজারে আন্ডার পাসে পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে ১ মাস করে সাজা দেয়া হয় ৫ জনকে। তারা হচ্ছে আমীর হোসেন , রুবেল , বেলাল , জামাল হোসেন ও সোহান আহমদ অপু।

রমনা থানা পুলিশ জানায়, কাকরাইল এলাকাতে তাদের কাজে বাধা দেয়ার কারণে তানভীর, ওমর ফারুক, কবিরুল, মাহমুদুর রহমান, জাকির হোসেন, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমান, রাসেল, আব্দুল্লাহ ও তারিক উল্লাহকে সকালে শান্তি নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। রমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি জানিয়েছেন, তার থানায় এ পর্যন্ত ১০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। মিরপুরে ২ জন এবং অন্যান্য স্থানে আরো ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

১. অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-০৬-০৫ – ২০১১-০৬-০৬]

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার সুযোগ নেই—খালেদা জিয়ার এ বক্তব্যের সঙ্গে কি আপনি একমত?

ভোট দিয়েছেন ২৬৩২ জন| হ্যাঁ (১৬৬৯), না (৯৩১), মন্তব্য নেই (৩২)
হ্যাঁ ৬৩.৪১% না ৩৫.৩৭% মন্তব্য নেই ১.২২%

২. অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-০৬-০৪ – ২০১১-০৬-০৫]

সংসদে আসুন, নইলে রায় অনুযায়ী সিদ্ধান্ত—তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রীর এ বক্তব্য যৌক্তিক বলে মনে করেন কি?

ভোট দিয়েছেন ২৮৫০ জন| হ্যাঁ (৭৯৩), না (২০১৬), মন্তব্য নেই (৪১)
হ্যাঁ ২৭.৮২% না ৭০.৭৪% মন্তব্য নেই ১.৪৪%

৩. অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-০৬-০৩ – ২০১১-০৬-০৪]

তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি বাতিলের পক্ষে ব্যবসায়ীদের সংগঠনগুলোর অবস্থান যৌক্তিক বলে মনে করেন কি?

ভোট দিয়েছেন ২০০৭ জন| হ্যাঁ (৪৪০), না (১৫৪০), মন্তব্য নেই (২৭)
হ্যাঁ ২১.৯২% না ৭৬.৭৩% মন্তব্য নেই ১.৩৫%

৪. অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-০৬-০২ – ২০১১-০৬-০৩]

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রধান দুই দলের সমঝোতা সম্ভব বলে মনে করেন কি?

ভোট দিয়েছেন ১১৭৪ জন| হ্যাঁ (৩১৮), না (৮৩২), মন্তব্য নেই (২৪)
হ্যাঁ ২৭.০৯% না ৭০.৮৭% মন্তব্য নেই ২.০৪%

***
সূত্র: প্রথম আলো