বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা

ইমদাদ হক
Published : 7 May 2012, 08:22 AM
Updated : 7 May 2012, 08:22 AM

বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা মিডিয়া জগতের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। সাংবাদিকতা এখন সম্মানজনক পেশা। পার্টটাইম জব হিসেবে সাংবাদিকতা শিক্ষার্থীদের অভিজ্ঞতা সঞ্চয়ে কিছুটা এগিয়েই রাখে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সব ধরনের সংবাদই তুলে ধরতে হয়। বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সংবাদের সরব উপস্থিতি অদক্ষ মিডিয়া কর্মীদেরও দক্ষ করে তোলে।

পড়ার পাশাপাশি সাংবাদিকতা। বিশ্ববিদ্যালয়ের সব খোঁজ রাখা হয়ে যায় পেশাগত দায়িত্বের কারণে। সবার কাছে সাংবাদিক শিক্ষার্থীদের গুরুত্ব বেড়ে যায়। বেশ খাতিরও জোটে। তবে সৎ ও বস্তু'নিষ্ঠ সাংবাদিকতায় বরাবরই প্রভাবশালী একটি অংশের বিরাগভাজন হতে হয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে যাবতীয় অনিয়ম আর দুর্নীতির আখড়া। অস্বচ্ছতার কারণে প্রশাসনের স্বৈরাচারী হওয়ারও সুযোগ থাকে। ইচ্ছামতো প্রশাসন পরিচালনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সাংবাদিকরা।

প্রলোভন আর ভয়ে নীরব নয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা নীতি আর আদর্শের জায়গা থেকেই সাংবাদিকতা করবে। যুগে যুগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের বিষয়টি অনুধাবন করা জরুরি।

ইমদাদ হক : সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি