মুসলমানদের মানবাধিকার পরিস্থিতি

ইনোসেন্স
Published : 17 Jan 2013, 07:08 PM
Updated : 17 Jan 2013, 07:08 PM

বিশ্বে মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নেই। মিয়ানমারে নির্বিচারে মুসলীম হত্যা হচ্ছে, আফগানিস্থান-ইরাকে তথাকথিত সন্ত্রাসবাদ দমনের নামে নির্বিচারে মুসলীম হত্যা/নিধন যজ্ঞ হল, প্রতিবেশী বন্ধুদেশ ভারতে হরহামেশাই মুসলীমদের উপড় অত্যাচার-নির্যাতন হচ্ছে। এসবের বিরুদ্ধে বিশ্বের এবং বাংলাদেশের মানবাধিকার সংগঠনগ্রলো জোড়ালো কোন প্রতিবাদ দেখিনি। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনোসেন্স অব মুসলীম নামে বিতর্কিত চলচিত্র নির্মাণের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন মুসলীম দেশে প্রতিবাদ হয়েছে। শতকরা ৯০ভাগ মুসলীম ধর্মাবলম্বী অধ্যুষিত বাংলাদেশে কোন জোড়ালো প্রতিবাদ হয়েছে? আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি এমনকি ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে জামায়াতে ইসলাম, ইসলামী ঐক্যআেট এবং আরো শতাধিক ইসলামী দল বাংলাদেশে বিক্ষোভ করে প্রতিবাদ করেছে? আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টিতে কি ইসলাম ধর্মাবলম্বী নেই? আমার জানামতে কোন এক শুক্রবারে জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে মুষ্ঠিমেয় কিছু লোক মিছিল করে প্রতিবাদ করেছিল। আমাদের আইন-শৃংখরা রক্ষাকারী বাহিনীর মানণীয় সদস্যগন ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে, আমাদের নবী করিম (সাঃ) কে হেয় করে চলচিত্র নির্মাণের প্রতিবাদে মুষ্ঠিমেয় কিছু লোকের বিক্ষোভ মিছিল লাঠি-পেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সেদিনের আইন-শৃংখরা রক্ষাকারী বাহিনীর মানণীয় সদস্যদের মধ্যে একজনও কি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন না? এই অল্প কয়েকটা কথায় বলে ফেললাম বর্তমানে মুসলমানদের মানবাধিকার পরিস্থিতি কি হাল।