কমিক বই থেকে সিনেমা

জিসান শাহরিয়ার
Published : 9 August 2011, 06:59 AM
Updated : 9 August 2011, 06:59 AM

আমরা দরিদ্র তাই প্রযুক্তির সাথে আমাদের চাঁদ বামনের সম্পর্ক। হালের কথা বলি তাহলে সহজ হবে, আমি AVATAR মুভির তুলনা দিবো। আচ্ছা এই মুভির গল্পের মত গল্প আমরা কি তৈরি করতে পারিনা? 'টাকা নেই তো প্রযুক্তি নেই' মেনে নিলাম তাই বলে কি মেধা কল্পনা শক্তিও নেই আমাদের? আমরা বড় মাপের ভাবনা করতে যাইনা কেনও? কারন আমরা আসলে প্রথমে দু:সাধ্যের কথা আগে ভাবি আর তাই ভাবতে ভাবতে সাধ্যে কথাই ভুলে যাই। আজ মনে করি গল্পের ধারনাটা কোন আমেরিকান না আমাদের কারো মাথায় আসলো, তখন আমরা বলবো ধুত্তরি কি আকাশ কুসুম ভাবছি আমরা কি আমেরিকান ইউরোপিয়ান যে চাইলেই sci fi মুভি বানাতে পারব তার চেয়ে অন্য কিছু ভাবি যা আমার ডাল ভাতের এন্তেজাম করবে। আজ আমরা AVATAR এর মত science fiction মুভি না বানাতে পারি কিন্তু কমিক তো বানাতে পারি। তাই আসুন সাধ্যের কথা না ভেবে সাধ্যের মধ্যে দেশ নিয়ে ভাবি। আমি হতাশ হতে চাইনা হইত এক সময় আমরাও মারভেল ডাইমণ্ড এর মত বিডি কমিক তৈরি করবো আর সেই সব হরর, ডিটেকটিভ, ফানি, সাইন্স ফিকশন ও সিরিয়াস কমিক কিনে নিয়ে মুভি তৈরি করবে স্তেভেন স্পিলবারগ ও জেমস কেমেরুনরা।