ফুলবাড়ীতে অবরোধ

নাহুয়াল মিথ
Published : 31 March 2011, 06:40 AM
Updated : 31 March 2011, 06:40 AM

ভূমি অধিগ্রহণ না করা, ১৫ দিনের মধ্যে বিগত আমনের ফসলি জমির ক্ষতিপূরণ ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ২৮ মার্চ ফুলবাড়ীতে অর্ধদিবস রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়।

দিনাজপুরের ফুলবাড়ী ও বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি করার সরকারি পরিকল্পনার প্রতিবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী ফুলবাড়ী সমঝোতা চুক্তির ৬ দফার পূর্ণ বাস্তবায়ন, ফুলবাড়ীতে অবস্থানরত এশিয়া এনার্জির দু'টি অফিস প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তদের বিগত আমন মৌসুমের ক্ষতিপূরণ ও ফসলি জমির মালিকানা ঠিক রেখে ১০০ বছরের ফসলি জমির ক্ষতিপূরণ প্রদান, ভূমি অধিগ্রহণ বন্ধসহ ক্ষতিগ্রস্ত এলাকার বেকার যুবক-যুবতীদের খনিতে চাকরি-মাইনিং ভাতা প্রদানের দাবিতে ২৮ মার্চ তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ অবরোধ কর্মসূচি থেকে ৩ দফা দাবি ঘোষণা করেছে।

এদিকে কর্মসূচি সফল করতে ফুলবাড়ী ও বড় পুকুরিয়া কয়লা খনি এলাকার কয়েক হাজার নারী-পুরুষরা ভোর ৬টার আগ থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ফুলবাড়ীস্থ ঢাকা মোড়ে সমবেত হয়ে তিন ভাগে বিভক্ত হয়ে নিমতলা মোড়, ঢাকা মোড় ও ফুলবাড়ী রেল স্টেশনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে করে ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া-ঢাকা-রংপুর-পার্বতীপুর সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একইভাবে পার্বতীপুর-সান্তাহার রেলপথেও সকল প্রকার রেল চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় প্রান্তে কয়েক শত শত যানবাহন আটকা পড়ে। অবরোধের কারণে ফুলবাড়ীতে সকালে আন্তঃনগর রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, খুলনাগামী রূপসা এক্সপ্রেস, ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, খুলনাগামী রকেট মেইল, সৈয়দপুরগামী তিতুমীর ও সীমান্ত এঙ্প্রেস ট্রেন চলাচল করেনি।

অবরোধ কর্মসূচি চলাকালে তেল গ্যাস কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুলাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, নূর মোহাম্মদ, টিপু বিশ্বাস, রাগিব আহসান মুন্না, জোনায়েদ সাকি, এ্যাডভোকেট মেহেরম্নল ইসলাম, আলতাফ হোসাইন, অধ্যাপক আব্দুস সাত্তার, মোশারফ হোসেন নান্নু, রঞ্জিত চট্টপাধ্যায়, এএসএম খালেক, আহসানুল হাবিব সাইদ, আকতার আজিজ, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যন আমিনুল ইসলাম বাবলু, আব্দুল মজিদ চৌধুরী, জয় প্রকাশ গুপ্ত, রামাই সরেন, শফিকুল ইসলাম শিকদার, সঞ্জিত প্রসাদ জিতু প্রমুখ। সভা পরিচালনা করেন এসএম নুরম্নজ্জামান জামান।