মুক্তিযুদ্ধের নাটক খেঁকশিয়ালের প্রদর্শনীতে সন্ত্রাসী হামলা

নাহুয়াল মিথ
Published : 24 June 2011, 11:39 AM
Updated : 24 June 2011, 11:39 AM

'লিমনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবিতে ২৪ জুন বিকেল রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সমাবেশে সন্ত্রাস বিরোধী গান পরিবেশনের পর আরণ্যক নাট্যদলের 'খেঁকশিয়াল' নাটক মঞ্চায়নের সময় কয়েকজন অজ্ঞাত যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তারা নাটকের মঞ্চ ভেঙ্গে দেয়। পরে সমাবেশে উপস্থিত জনতা ধাওয়া দিয়ে শাহবাগ মোড় থেকে আল-আমিন নামের ওই যুবককে আটক করেন। পরে শাহবাগ থানা পুলিশ তাকে নিয়ে যায়।'

'খেঁকশিয়াল' একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। মানববন্ধন বা সন্ত্রাস বিরোধী গান পরিবেশনের সময় নয় 'খেঁকশিয়াল' মঞ্চায়নের সময় হামলাটি হয়! হামলাকারীরা উদ্দেশ্য পরিস্কার নয় কী?

ছবি- রতন দাস