আমাদের জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্য প্রাণ খুলে দোয়া করুন

মোঃ মঞ্জুর হোসেন ঈসা
Published : 19 July 2012, 08:38 AM
Updated : 19 July 2012, 08:38 AM

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অবস্থা আশঙ্কাজনক। তবে তিনি কোমায় নন। ফুসফুস ও পাকস্থলীতে সংক্রমণ রয়েছে। গত মঙ্গলবার অবস্থার অবনতি হলে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে গতকাল থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। হুমায়ূন আহমেদ কোমায় বলে যে খবর বেরিয়েছে, তা সঠিক নয়। শরীরের সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়া এবং শ্বাস-প্রশ্বাসে কষ্টের কারণে তাঁকে আপাতত কৃত্রিম ব্যবস্থায় (ভেন্টিলেটরের মাধ্যমে) অক্সিজেন দিতে হচ্ছে। তিনি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় রোগীর অবস্থা কোনদিকে মোড় নেবে, তা কেউ বলতে পারবে না।

মাত্র ১০ দিনের মাথায় দুটি বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে হুমায়ূন আহমেদের। এর আগে কেমো নেওয়ায় শরীর দুর্বল হয়ে পড়ে তাঁর। এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ফলে সেরে ওঠার গতি বেশ মন্থর। এর বাইরে সংক্রমণের কারণে তিনি একেবারে দুর্বল হয়ে পড়েছেন। এ জন্য গভীর ঘুমের ওষুধ দেওয়ার কোনো বিকল্প ব্যবস্থা আপাতত নেই। এক কথায় বলা যায়, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তবে আইসিইউতে এভাবে কত দিন তাঁকে থাকতে হবে, এটা নির্ভর করছে অবস্থা পরিবর্তনের ওপর। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। আসুন আমরা আমাদের এই প্রিয় লেখক ও কথাসাহিত্যিকের জন্য প্রাণ খুলে দোয়া করি।