রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় সম্মিলিত মেধা তালিকায় সপ্তম

নাজমুজ্জামান নোমান
Published : 12 May 2011, 03:43 PM
Updated : 12 May 2011, 03:43 PM

গতকাল প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল প্রকাশে রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় সপ্তম স্থান অর্জন করেছে। এবারে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এ স্কুল থেকে মোট ৯০৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৯০২ জন কৃতকার্য হয়েছে। পাশের হার শতকরা ৯৯.৭৮ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬৯৫ জন শিক্ষার্থী। এর মধ্য বিজ্ঞান বিভাগ থেকে ৫৪৭ জন এবং বানিজ্য বিভাগ থেকে ১৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে । এবারের ফলাফলের বিষয়ে মনিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.ফরহাদ হোসেন জানান,সার্বিক ভাবে আমাদের ফলাফল ভালো। গতবছর আমরা মেধা তালিকায় অষ্টম ছিলাম। এবারে সপ্তম স্থান অর্জন করেছি। তবে দুইজন শিক্ষার্থীর ফলাফল খারাপ করায় আমরা মর্মাহত। ফলাফল প্রকাশের পর জিপিএ-৫ পওয়া শিক্ষার্থীদের ছিল বাধ ভাঙ্গা উল্লাস। সৌমিক,পুলক,হিমেল,অংকন,রিদমের মত অনেক শিক্ষার্থীই মেতে উঠেছিল জীবনের প্রথম অর্জনের আনন্দে। গত বছরে ৯১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছিল।