আশীর্বাদ কাম্য

মোঃ তানভীর সাজেদিন নির্ঝর
Published : 17 Dec 2012, 07:23 PM
Updated : 17 Dec 2012, 07:23 PM

মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে গত ৭ই ডিসেম্বর ২০১২, সকাল ৮.৪৫ মিনিটে এক কন্যা সন্তানের জনক হলাম। অপারেশন থিয়েটার থেকে বের করে ওকে যখন প্রথম আমার কোলে দেয়া হলো তখনকার অনুভূতি কোন ভাষায় ব্যাক্ত করার নয়। পৃথিবীতে এমন কিছু বিশেষ অনুভূতি আছে যা সময়ের আগে কোনদিনই অনুভূত হয় না। ওর মুখখানা দেখে মনে হল আমার সমস্ত পৃথিবী যেন ওর মাঝে লুকিয়ে আছে। প্রতি ঘণ্টা যেতে লাগলো আর আমি ওকে নতুনভাবে আবিষ্কার করতে লাগলাম। বাংলার বিজয়ের মাসে জন্ম তাই ওর নানা নাম দিলো 'মুক্তি'। নামটি আমারও হৃদয়ে গেঁথে গেল। বড় হয়ে যখন আমাকে মুক্তি নামের ব্যাপারে জিজ্ঞেস করবে তখন থেকেই ওকে শেখাতে পারবো, মুক্তি নামের তাৎপর্য ও এর ইতিহাস। ওর সম্পূর্ণ নাম রাখলাম "সারিনাহ বিনতে সাজেদীন"; আমার আর ওর মায়ের নামের সাথে মিলিয়ে। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় ও ভালো আছে।

বিডিনিউজের ব্লগ টিমের সম্মানিত সদস্য ও সহব্লগার ভাই-বোনরা, আপনাদের সবার আশীর্বাদ ও দোয়া কাম্য। সবাই দোয়া করবেন 'মুক্তি' যেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত থাকে আজীবন। ও যেন মানুষের মতো মানুষ হয়ে এই বাংলার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারে।