আজ হঠাৎ দূর পথের যাত্রাকালে দারুণ রিসোর্ট+রেঁস্তোরা দেখা

নুরুন্নাহার শিরীন
Published : 2 April 2015, 06:31 PM
Updated : 2 April 2015, 06:31 PM

কাঁচপুর ব্রিজটা পেরিয়ে একটু দূরে – দারুণ এই রিসোর্ট + রেঁস্তোরা দেখেই আমি বিষম মুগ্ধ। আগেও বহুবার সে পথে যেতে / আসতে দেখে ভেবেছি – বাহ – তবুও ভেতরে যাওয়া আর
হয়নি। আজ খিদের কারণেই স্বামীর সনে ঢুকেই মুগ্ধতায় আচ্ছন্ন হয়েছি যেমন – তেমনই খিদের তাড়নায় একটু বেশি পরিমানেই খেয়েছিও দারুণ মজাদার বাংলা রান্না।

চারপাশের হ্রদের কিনারে প্রাচীন বৃক্ষঘেরা রিসোর্টটি আদতেই আমার দেখা অন্যরকম অন্যরকম আনন্দধাম যেন বা। আর খিদেও পেয়েছিলো চরম। মনোরম আবহে দুজনে খেলাম বেশ তাড়িয়ে – ডাল-ভাত-সবজি-মাছ-সালাদ এবঙ খাবার শেষে গরম দারুচিনি চা। অতঃপর আমার স্বভাবজাত খানিক ঘোরাঘুরি এবঙ মোবাইলে কয়েকখানা ক্লিক।

আমার বন্ধু+স্বজন+ভাইবোনের কারও যদি সে পথে যাওয়া পড়ে এবঙ হাতে সময থাকে তাহলে দু'দন্ড বসলে মন জুড়াবে, চোখ জুড়াবে এই কথাটি নিঃসন্দেহে বলতে পারি।

ঠিকানা –
ক্যাসেল সি ফুড – চাইনিজ, বাংলা, ইন্ডিয়ান ও থাইফুড।
(Castle Sea Food – SH Castle & Resort)
মালিবাগ, বারপারা, লাঙ্গলবন্দ, নারায়নগঞ্জ।
মোবাইল – 01711681975