তবে কি আমরা অন্ধকারে যাচ্ছি ?

প্রণতি প্রণয়
Published : 23 Feb 2013, 07:49 PM
Updated : 23 Feb 2013, 07:49 PM

তবে কি আমরা অন্ধকারে যাচ্ছি ?
২০১৩-০২-২৩ ২০:০৮:০৪ মিনিটে

তবে কি আমরা অন্ধকারে যাচ্ছি ? ইসলামি সমমনা ১২ দলের হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপি শাহবাগের আন্দোলনকে সরকার ও বিরোধী দলের হারজিতের লড়াই হিসেবে দেখছে। আর এই এক চিন্তাই বাড়িয়ে দিল আমাদের বিপদ। ইতিমধ্যে বিএনপি সমর্থন দেয়ায় আগামীকালের এসএসসি পরীক্ষা স্থগিত করেছে বোর্ড। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও হচ্ছে না। গত বৃহস্পতিবার জাগরণ মঞ্চ কার্যক্রম কিছুটা নমনীয় করার পরও সরকারের পদক্ষেপ না নেয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কেন সরকার জানার পরও শুক্রবারে হুজুর নামের সন্ত্রাসীদের সমাবেশ করার অনুমতি দিল। আজ সন্ধ্যায় সরকার বিজিবি নামালো রাজপথে। এ বিজিবি কেন বৃহস্পতিবার সন্ধ্যায় নামালো না। কেন বায়তুল মোকাররমের খতিবের সঙ্গেবৃহস্পতিবার সন্ধ্যায় সরকার ও ধর্ম মন্ত্রী মিটিং করলনা। কেন সারাদেশের মসজিদগুলো থেকে নামাজ পড়া শেষ করে মুসল্লি নামধারী সন্ত্রাসীরা মিছিল নিয়ে রাস্তায় বের হলো? কেন এখন পর্যন্ত সরকারিভাবে ধর্মীয় উস্কানিতে দাঙ্গা-হাঙামা না লাগানোর উদ্দেশ্যে কোন বিবৃতি দেয়া হচ্ছে না? কেন দেশের সকল টিভি চ্যানেল, পত্রিকা, রেডিওতে সরকারিভাবে বলা হচ্ছে না যে আসলে গণজাগরণ মঞ্চ থেকে এখনও পর্যন্ত ইসলাম ধর্ম বিরোধী একটি শব্দও শোনা যায় নি? শোনা গেলে সঙ্গে সঙ্গে সরকারি আইন শৃঙখলা বাহিনী সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিত? দেশের সবচেয়ে বেশি সংখ্যক ধর্ময়ি অনুসারীদের ধর্ম নিয়ে কোন ধরণের কোন কিছু সরকার কোনভাবেই বরদাস্ত করবে না? সরকারের এই ডুবে থাকা মনোভাব, আর বিরোধী দলের এ আচরণে একটা জিনিসই স্পষ্ট মনের মধ্যে উকি দিচ্ছে, তবে কি আমরা অন্ধকারে যাচ্ছি? তরুণ প্রজন্মের মানবতাবিরোধী বিচারের সর্বোচ্চ শাস্তির দাবি কি তবে রাজনৈতিক নোংরা খেলায় ধূলিসাৎ হয়ে যাবে!!!!!!!!! প্রণতি প্রণয়, ২৩.০২.২০১৩