এসব বাঙ্গালী সংস্কৃতি?!

পুস্পিতা
Published : 16 April 2011, 05:55 AM
Updated : 16 April 2011, 05:55 AM

এটি গত পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনসার্টের ছবি। পহেলা বৈশাখের দিন এধরনের উদ্দাম নৃত্য ও কনসার্ট কোন ধরনের বাঙ্গালী সংস্কৃতির সাথে মিলে তা বুঝা কঠিন। ওই দিন ঢাকায় আয়োজিত আরেকটি কনসার্টে গাওয়া হয়েছিল অম্লীল পোষাক পরে 'শিলা কি জাওয়ানী'র মতো অশ্লীল হিন্দী গান। আমরা কোথায় যাচ্ছি? এসব কি বাঙ্গালী সংস্কৃতি? পহেলা বৈশাখের মতো একটি দিনে এধরনের আয়োজন কতটুকু যুক্তিযুক্ত হয়েছে?