গুরু লও সালামঃ কান পেতে শোন, আজ তোমার ‘ঘেঁটুপুত্র কমলা’ মুক্তি পাচ্ছে

মো.রাজেকুল ইসলাম ( আগ্নেয়গিরি )
Published : 7 Sept 2012, 07:38 AM
Updated : 7 Sept 2012, 07:38 AM

নন্দিত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা গুরু হুমায়ূন আহমেদ নির্মিত শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা আজ ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এক যোগে ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড ও স্টার সিনেপ্লেক্সে। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। আজ বুধবার বলাকা সিনেওয়ার্ল্ডে ছবিটির প্রিমিয়ার শো হবে।

এই ছবিটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যয়, মুনমুন আহমেদ, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, শামিমা নাজমিন, প্রাণ রায়, বাউলশিল্পী কুদ্দুস বয়াতি ও তাঁর দল, অনি, প্রাপ্তি, আইনুন নাহার, আবদুল্লাহ রানা, রফিকুল ইসলাম, এহসান প্রমুখ। 'ঘেঁটুপুত্র কমলা'র কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা শিশুশিল্পী মামুন। ছবির শুটিং হয়েছে হবিগঞ্জে।

গুরু হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রে চিকিৎসারত অবস্থায় শেষবারের মতো দেশে এসেছিলেন গত মে মাসে। তখন তিনি তাঁর শুভানুধ্যায়ী, বন্ধুবান্ধব ও সহকর্মীদের নিয়ে স্টার সিনেপ্লেক্সে এই ছবির বিশেষ প্রদর্শনী উপভোগ করেছিলেন।

আমরা চাই গুরুর স্মৃতি চারণ করতে,চাই শ্রদ্ধা দিয়ে ভরে দিতে,চাই সম্মান দিয়ে আগলে রাখতে,চাই হাজার বার সালাম জানাতে।