বাংলাদেশে মোবাইল সেট ব্যবসা

স্বাগতম রাশেদ ব্লগ
Published : 25 Nov 2011, 04:33 PM
Updated : 25 Nov 2011, 04:33 PM

আমাদের এই ছোট্ট বাংলাদেশে অনেক কোম্পানি তাদের পন্য দিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল কোম্পানির ব্যবসা তারা বিভিন্ন ধরনের সেট নিয়ে আসে বাংলাদেশের বাজারে সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশের সহজ সরল মানুষদের মন ভু্লিয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় । কিন্তু এসব মোবাইল কয়েক দিন না যেতেই নষ্ট (বিভিন্ন ধরনের সমস্যা) দেখা দেয় অনেক গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে কিন্তু যখন সমস্য হয় তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না । বাংলাদেশে মোবাইল সেট এর কাস্টমার কেয়ার অনেক কম (এক কথাই নাই বললে চলে) যা আছে তাদের সার্ভিসিং খুবই খারাপ । ফলে, সাধের মোবাইল সেটটি কয়েক দিন না যেতেই ফেলে দিতে হয় । এই সমস্যর সমাধান আদো হবে কিনা জানি না । যারা এর সাথে জড়িত আছে বিশেষ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তারা যেন এই সমস্যা সমাধানে এগিয়ে আসে।