খুব সহজেই নামাতে পারেন ইউটিউব ভিডিও

শুভ্র রহমান
Published : 11 July 2011, 03:29 PM
Updated : 11 July 2011, 03:29 PM

বর্তমানে ইউটিউব হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট | প্রতিদিন বিভিন্ন লোক এতে হাজার হাজার ভিডিও আপলোড করছে যেগুলো বিশ্বের যে কোন প্রান্তে বসে আপনি দেখতে পারবেন | আপনি যদি চান তাহলে আপনিও নিজের কোন ভিডিও আপলোড করে রাখতে পারবেন এবং শেয়ার করতে পারবেন | এখন আপনি যদি চান যে কোন একটা ভিডিও ডাউনলোড করে পরে দেখবেন তাহলে এক্ষেত্রে ইউটিউব আপনাকে কোন সাহায্য করবে না | কারন ইউটিউবে ভিডিও দেখারই শুধু সিস্টেম আছে ভিডিও ডাউনলোড করবার কোন পদ্ধতি নেই | কিন্তু আপনার চিন্তার কোন কারন নাই | আপনি ডাউনলোড করবার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারবেন | বিভিন্ন ধরনের ডাউনলোডার আপনাকে এক্ষেত্রে সাহায্য করবে |

এই ক্ষেত্রে একটা সমাধান রয়েছে | আপনি মজিলা ফায়ারফক্সের কিংবা গুগল ক্রোমের জন্য একটা অ্যাড অন ইনস্টল করে নিতে পারবেন | এই অ্যাড অনটির নাম হচ্ছেঃ Easy YouTube Video Downloader | আপনি এটা ব্যবহার করে যে যে ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন সেগুলো হচ্ছেঃ FLV, MP3, MP4, 3GP, 720p HD ইত্যাদি |

গুগল ক্রোম ব্যবহার করেঃ

১. এই লিঙ্কে ক্লিক করুন এবং গুগল ক্রোমের এক্সটেনশন যান | এখন Add to Chrome নামক অপশনটি যোগ করুন | এখন আপনার গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশনটি যুক্ত হয়ে যাবে |

২. গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউবের ভিডিও রান করুন | আপনি নীচের ছবির মত একটা ডাউনলোড অপশন পাবেন |

৩. ক্লিক করে আপনার ইচ্ছামত একটা ফরম্যাট নির্বাচন করুন | তাহলে ডাউনলোড আরম্ভ হবে |

মজিলা ফায়ারফক্স ব্যবহার করেঃ

১. এই লিঙ্কে ক্লিক করুন এবং মজিলা ফায়ারফক্সের অ্যাড অনের পাতায় প্রবেশ করুন | এখন ডাউনলোডের জন্য নির্ধারিত বাটনে ক্লিক করুন এবং অ্যাড অনটি ইন্সটল করে ফেলুন |

২. মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ইউটিউবের ভিডিও রান করুন | আপনি নিচের ছবির মত একটা ডাউনলোড অপশন পাবেন |

৩. ক্লিক করে আপনার ইচ্ছামত একটা ফরম্যাট নির্বাচন করুন | তাহলে ডাউনলোড আরম্ভ হবে |

আপনার কাজ শেষ | কিন্তু মনে রাখবেন যে আপনি সকল ভিডিও এর জন্য প্রিন্টের মান 720p বা 1080p এর মত পাবেন না | যদি কোন লোক HD মানের ভিডিও আপলোড করে তাহলে আপনি সেরকমই পাবেন আর যদি সেরকম না করে খারাপ কোয়ালিটির ভিডিও আপলোড করে তাহলে আপনিও ভাল কোয়ালিটি পাবেন না | আশা করছি এখন থেকে উক্ত ব্রাউজারগুলো ব্যবহার করে আপনার ইচ্ছামত ফরম্যাটে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন |

* তথ্য উপাদান ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত