স্বাধীন
Published : 8 Jan 2011, 11:22 PM
Updated : 8 Jan 2011, 11:22 PM

(ঝিঁঝিঁ-দের গান সিরিজ কবিতা – ৯)

নির্ঘুম আকাশ জেগে উঠেই বাতাসেরে ডাকে
যাও শান্ত নদীটির কাছে ॥
সুপ্রবাহিনী সুললিত সূতীয়ার বুকে।
মেঘেদের বলো; আমের বনে
যেন ঝড়ে না পড়ে লেপ্টে।
আলগোছে ঘাসফড়িং আর মাকড়
ভদ্র গরুদের দুধ দোওয়ানো গাভী,
কাঁঠাল পাতার মিষ্টি খিলি করে
ঘন গভীর সবুজ দুব্বা খেতে দিয়ো।
বর্ষা এলেই ঘ্যাঙর ঘ্যাঙর গানে
মরদেরা যেন ঘুমিয়েই না থাকে ব্যবস্থা নিয়ো।
জোনাকিদের ঝড় হলে কাগজি নেবুর
গন্ধ মেখে, বাড়া ভাতের গরম ভাপে
মা আমারেও ডেকো
অমন স্নিগ্ধ সুবাতাস
আউন্স আউন্স গ্যালন গ্যালন ভরে
ঝড়ের বেগে এসো পুনর্বার
কলমী কেতকীর জলাশয় দেশে

আকাশ আর ঘুমোয়নি
আমিও আর ঘুমুইনি
সুবাতাস,
অপেক্ষায় অপেক্ষায় ॥