সরকারের হীনমন্যতা

শামিম
Published : 24 July 2011, 07:25 AM
Updated : 24 July 2011, 07:25 AM

কথায় পড়েছি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রতিয়মান যে, তুমি কৃকুর আমাকে কামড়ালে আমিও কুকৃরকে কামড়াবো। এটা কিভাবে মানা যায়- বর্তমান সরকার নির্বাচনের সময় যে ইশতেহার দিয়েছিল, তাতে তারা দেশের উন্নয়ন নিয়ে অনেক কিছু লিখেছিল। কিন্তু বাস্তবায়ন হয়নি। কারণ বিগত সরকার তাদের কথা রাখেনি। তাহলে বর্তমান সরকার রাখবে কেন? তুমি অধম আমি উত্তম হইয়া করিব কি? আজ আমি দেখছি সরকার খুনের আসামী ক্ষমা করে দিচ্ছে, এটা অন্য কোন কারনে নয়- বিগত সরকার ঝিন্টুকে ক্ষমা করেছিল। আরে এ বাংলাদেশের নেতারা-যদি ওরা ঝিন্টুকে ক্ষমা করে দিয়ে অন্যায় করে থাকে তবে একই অন্যায় আপনারা করলেন কেন?

দেশের জনগন তো এটা চায়নি। নিজেদের চিন্তা ধারা গুলো পরিবর্তন করুন। দেশের মানুষের জন্য কিছু করুন। দেশের সচেতন মানুষ গুলো যেদিন জেগে উঠবে, সেদিন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করা কোন রাজনীতিবিদই রেহাই পাবেন না। এখনও সময় আছে দেশের জন্য কিছু করুন।