একজন ডাক্তারের অপরাধবোধ ও আত্মহত্যা

শহীদউল্যা
Published : 29 June 2011, 07:12 AM
Updated : 29 June 2011, 07:12 AM

কয়েকদিন পূর্বে ইংল্যান্ড এর বিখ্যাত অর্থপেডিক ও ট্রমা সার্জন আলেকজান্ডার রিডিং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গত ২৩শে জুন বিভিন্ন জাতীয় দৈনিকে খবরটি পড়ে মর্মাহত না হয়ে পারলাম না। সত্যি ব্যাপারটি খুবই হৃদয় বিদারক ও মর্মান্তিক । খবর – ইংল্যান্ড এর অরছেসতের গ্রাফটোনে নিজের বাড়ির গ্যারেজ-এ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সম্প্রতি এক রোগীর অপারেশন করতে গিয়ে তিনি সামান্য ভুল করেন যার ফলে এই রোগীর অবস্থা কিছুটা অবনতি হয়। রোগীর খুব বেশি ক্ষতি না হলেও চিকিৎসক হয়ে তার ভুলে রোগীর ক্ষতি হবে, এমনটি তিনি মেনে নিতে পারছিলেন না। প্রবল অপরাধ বোধে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত বাসায় গিয়ে তিনি আত্মহত্যা করেন। দুই সন্তানের জনক আলেকজান্ডার একুশ বছর ধরে চিকিৎসা পেশায় কাজ করেন।

ভুল চিকিৎসায় রোগীর জীবন শেষ করে দিয়েও আমাদের দেশের ডাক্তাররা নিজেদের নির্দোষ প্রমানে সব সময়ই আত্মপক্ষ সমর্থন করতে প্রয়াস চালান । কখনো অপরাধ বোধ থেকে আত্মহত্যা তো স্বপ্নের ব্যাপার, কখনো দুঃখ প্রকাশ করাও প্রয়োজন মনে করেন না। বিশেষ করে টাকাই তাদের জন্য মূখ্য । মানবতার সেবায় যারা নিবেদিত তাদের মাঝে মানবতা বোধ জাগ্রত না হলে, কখনো অপরাধবোধ কাজ করবে না এটাই স্বভাবিক।