তারচেয়ে অবরোধ চলুক

সুকান্ত কুমার সাহা
Published : 20 Jan 2015, 03:40 PM
Updated : 20 Jan 2015, 03:40 PM

ম্যাডাম বালুর ট্রাক আর পুলিশ দুটাই গেছে।
– তাই নাকি? মেরা গাড়ী লে আও! আমি বাসায় যাবো!
ম্যাডাম বাইরে অবরোধ, গাড়ীতে যাবেন ক্যামনে?
– কেন আমার গাড়ীতে আমি যাবো তাতে সমস্যা কি? তাছাড়া বাইরে তো গাড়ী ধুমাইয়া চলছে? এটা আওয়ামী ষড়যন্ত্র; আমাকে কষ্ট দেওয়ার ফন্দি! জলদী গাড়ী লে আও!
ম্যাডাম অবরোধ তো আপনিই ডাকছেন আবার আপনি যদি গাড়ীতে চড়েন তাহলে দুষ্টরা সমালোচনা করবে; তাছাড়া বাইরে পেট্রোল বোমার ভয়ও আছে!
– এটা ঠিক না! তুমি আমাকে পেট্রোল বোমার ভয় দেখাচ্ছো? গাড়ি না হলে আমি যাবো কিভাবে? আচ্ছা একটা কথা বলো তো- পেট্রোল বোমায় কি আগুণ ধরে? আচ্ছা আগুণের তাপ কেমন লাগে? কেমন করে পোড়ে মানুষ? এসবই আওয়ামী ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা।
ম্যাডাম অল্পই তো দূর, রিক্সায় যাবেন; না হলে হেঁটেও যেতে পারেন?
– এই ছেলে, কি বললে? আমি হেঁটে যাবো? গত বিশ বছরে তুমি আমাকে রাস্তায় হাটতে দেখেছো? তাছাড়া বাইরে নাকি প্রচণ্ড শীত আর ঠাণ্ডা বাতাস?
জী ম্যাডাম! একটা চাঁদর গায়ে দিয়ে বের হলেই আর শীত লাগবে না!
– কাভি নেহি; তারচেয়ে অবরোধ চলুক!

২০/০১/২০১৫ রাতঃ ৭.৫১ আপডেট