সুকান্ত কুমার সাহা
Published : 3 March 2015, 04:16 PM
Updated : 3 March 2015, 04:16 PM

ভারতের আকাশে বাতাসে হোলির আমেজ ছড়িয়ে পড়েছে। যেখানে যাচ্ছি সেখানেই দেখছি হোলি উৎসবকে ঘিরে মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। আগামীকালের পরদিন হোলি। তাই বাজারে, রাস্তার পাশের দোকানগুলোতে মেলার মত করে নানা বর্ণের রং বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে মাথায় দেওয়ার রঙিন পরচুলা, রং ছিটিয়ে দেওয়ার পিচকারী আরও কত কি!

আমি পড়েছি এক মহা যন্ত্রণায়। শুনলাম- এই উৎসব উপলক্ষে আগামী দুই-তিন এখানে সর্বত ছুটি থাকবে, দোকান পাট বন্ধ থাকবে। কিন্তু আমাকে আবার গোহাটিতে যেতেই হবে। আগামীকাল শুধুমাত্র আর একটা কর্মদিবস পাবো এখানে। তাই আমাদের বেশী ভাবার সময় নেই।

ত্রিপুরা থেকে আসামের করিমগঞ্জ হয়ে গোহাটি পর্যন্ত মিটারগেজ ট্রেন লাইনের পাশাপাশি আবার ব্রডগেজ লাইন স্থাপন করা হচ্ছে। এটা করতে যেয়ে এই অঞ্চলের মূল টেন চলাচল মানে এক্সপ্রেস ট্রেনগুলো বন্ধ আছে এবং এটা থাকবে আরও বছরখানেক।
আজ রাতে গোহাটি যাওয়ার আশায় বাসের টিকিট খুঁজেও তা পেলাম না। অগত্যা আমি আর নিজাম ভাই বিমানের টিকিট কাটলাম। আগামীকাল সকাল ৭.১৫ তে জেট এয়ারওয়েজের ফ্লাইট শিলচর থেকে।

শুনেছিলাম ভারতে অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া অনেক কম কিন্তু বাস্তবে নাই।

ছবিটা শিলচর বাজার থেকে তোলা।

হোলি শুভ হোক!

০৩/০৩/২০১৫ রাতঃ ৮.১৪
করিমগঞ্জ, আসাম।