সুকান্ত কুমার সাহা
Published : 7 March 2015, 03:52 PM
Updated : 7 March 2015, 03:52 PM

আসামের গৌহাটি শহরে কিছু কিছু রিক্সা চলে সরকারের কাছ থেকে যথাযথ লাইসেন্স নিয়ে। প্রতিটা রিক্সার পিছনেই গাড়ীর রেজিস্ট্রেশন নম্বরের মত করে নম্বর প্লেট লাগানো আছে।

অবশ্য এখানকার রিক্সাগুলো কিছুটা ভিন্নতর করে বানানো; যা আমাদের দেশীয় রিক্সার সাথে হুবহু মেলে না। অসমীয়রা নিজেদের বিচারবুদ্ধিকে কাজে লাগিয়ে রিক্সাগুলোকে তাদের মত করে মডিফিকেশন করে তা জনবান্ধব করে তুলেছে। অথবা বলতে পারি, এরা রিক্সাগুলোকে প্যাসেঞ্জার ও চালকবান্ধব বানিয়েছে।

আমার দেখা কয়েকধরণের রিক্সার মধ্যে একটা মডেলের রিক্সার ছবি জুড়ে দিলাম।

০৭/০৩/২০১৫ সন্ধ্যাঃ ৭.৪৬