দিলকুশা’র হলুদ তরমুজ

সুকান্ত কুমার সাহা
Published : 1 April 2015, 06:32 AM
Updated : 1 April 2015, 06:32 AM

ঢাকার বাজারে এসেছে নতুন ফল। সাধারণভাবে দেখলে যে কেউই একে বাঙ্গি বলে ভুল করবে। দিলকুশার ব্যাংক পাড়ার বাজারে দোকানদারদের জিজ্ঞাসা করলাম, এর নাম কি? কেউই সঠিক কোন উত্তর দিতে পারলো না। একজন বলল, 'সাব্বাম' এর নাম; আগে আসত থাইল্যান্ড থেকে, এবার এসেছে কলকাতা থেকে। দাম জিজ্ঞাসা করলে ওরা চাইলো, ৭০ টাকা কেজি করে। শেষে ৫০ টাকা কেজি দরে কিনলাম, তবে কেটে রাখা লাল টুকুটুকে ফলের কিছুটা খেয়ে তারপর। মিষ্টি ভালই। সব শেষে সবাই মিলে এর নামকরণ করা হল, 'হলুদ তরমুজ'।

বাংলা লিংক, সিটিসেল ও দেশি তরমুজের সাথে আপাতত 'হলুদ তরমুজ' যোগ হল। এর নাম 'হলুদ তরমুজ' হলেও কেউ কেউ একে আবার বাঙ্গি তরমুজ নামেও ডাকছে।তবে এটা বলতে পারি যদি সামনে ফুটবল বিশ্বকাপ থাকতো তাহলে এর নাম হত 'ব্রাজিল তরমুজ'!

২৯/০৩/২০১৫ রাতঃ ১১.৪৬