বেদনা ভুলাতে আবারো ফিরে এসো জগজিৎ সিং

মোসাদ্দিক উজ্জ্বল
Published : 24 Sept 2011, 06:44 AM
Updated : 24 Sept 2011, 06:44 AM

ভুবন বিখ্যাত গজল শিল্পী এখন মৃত্যুর দুয়ারে। লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমী মানুষের হৃদয়ে ঠাই করে নেওয়া জগজিৎ সিং এর অবস্থা আশংকাজনক। সঙ্গীত যারা ভালোবাসেন, কষ্টে কিংবা হৃদয়ে যখন বেদনার বাষ্প গাড় হয়ে জমে সেই জমাট বাধা বাষ্পটিকে হাল্কা করতে যারা সুরের মূর্ছনার মাঝে আশ্রয় খোজে সেই সব সঙ্গীত প্রেমীদের কাছে জগজিৎ সিং একটি প্রেরণা। জগজিৎ শুধুই কাঁদে। গানের মধ্যেই যেন প্রতি মুহূর্তে কেঁদে যায় নিভৃতে। ভায়োলিন যেমন শুধু কাঁদতে জানে তেমনি জগজিৎ সিং হাসতে জানেনা। কষ্টের মাঝে যারা কেবল একটু সুখ খুঁজে পেতে চায় তারাই জগজিৎ এর মিউজিক শুনে। বাস্তব জীবনে আজীবন দুখী এই মানুষটি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গতকাল শুক্রবার তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। জানা যায় জগজিৎ সিংয়ের রক্তের ঘনত্ব কমে যাওয়ায় আগে থেকেই হৃদপিণ্ডে সমস্যা ছিল। এ কারণেই তার মস্তিষ্কে সমস্যা হয়েছে। গতকাল ই তার জরুরী ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার করার কথা ছিল। তবে এখন ও পর্যন্ত কোন আপডেট পাওয়া যায়নি।

৭০ বছর বয়সী এই সঙ্গীত স্রষ্টা আমাদের মাঝে আবারো সেই কষ্টের মুহূর্তে ফিরে আসুক। আবারো শুনাক তার সেই কষ্ট মাখা কণ্ঠে-

কত বেদনা দিলে, কত ব্যথাতে আবার, কাছে এসে ভোলালে, তোমাকে বোঝা বড় দায়।

লক্ষ সঙ্গীত প্রেমীদের মধ্যে আমি অর্বাচীন ও একজন।

http://www.youtube.com/watch?v=vjszsY2D_Nc

তাই শুভ কামনা জগজিৎ এর জন্য।

http://www.youtube.com/watch?v=BmevZ4he5GE