আবুল কাশেম
Published : 24 July 2016, 04:28 AM
Updated : 24 July 2016, 04:28 AM

কবি শামসুর রাহমান তাঁর কবিতায় লিখেছিলেন–

"উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ বিরানায়, মুক্তিযুদ্ধ,
হায়,
বৃথা যায়, বৃথা যায় বৃথা যায়…"

কবির ভাবনায় 'উদ্ভট উট' কেমন ছিল জানি না।
এই উদ্ভট শব্দটি নিয়ে বড়ই ভাবনায় পড়ে গেলাম!
আমরা সবাই জানি শব্দটির আভিধানিক মানে– অদ্ভুত, আজগুবি, উৎকট, অসম্ভব… ইত্যাদি।
কিন্তু শব্দটির মূলে গিয়ে দেখি এটি সংস্কৃত থেকে এসেছে বাংলা ভাষায়।
সংস্কৃতের উদ্ভট বাংলায় এসে সম্পূর্ণ উল্টোরূপ ধারণ করেছে !
সংস্কৃতের উদ্ভটগণ সবাই ছিলেন উদার, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, মহাশয়, মহাত্মা, দুর্মদ,দুর্ধর্ষ !?
হ্যাঁ তা-ই !
সংস্কৃত উদ্ভট শব্দের মূল অর্থ সত্যিই উদ্ভট!
এর মানে যে– উদার, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, মহাশয়, মহাত্মা, দুর্মদ,দুর্ধর্ষ হতে পারে জানতামই না।

আগে জানলে আমিও হয়তো উদ্ভট হওয়ার চেষ্টা করতাম বৈকি !! 😛