শেয়ার বাজার নিয়ে সংসদে আলোচনা খুবই আশাব্যঞ্জক!

অজিত
Published : 24 May 2011, 09:20 AM
Updated : 24 May 2011, 09:20 AM

অবশেষে শেয়ার বাজার নিয়ে সংসদে তুমুল আলোচনা সমালোচনার কারনে আজ আবার বাজার ঘুরে দাঁড়াল। সংসদে সরকার দলীয় সাংসদরা যেভাবে কথা বললেন তাতে মনে হচ্ছে এবার কিছু হবে। অর্থমন্ত্রীর উদ্দেশ্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সরষেতে ভূত খোঁজেন। কোথায় দরবেশ, কোথায় ইমাম, কোথায় মুয়াজ্জিন- এগুলোকে খোঁজেন। সর্ষের মধ্যে ভূত রয়েছে।" উনার এই উক্তির সাথে আমরা সকল বিনিয়োগকারীরাই একমত। এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি এই সকল চক্রান্তকারীদের দ্রুত বিচারের আওতায় না নিয়ে আসেন, তবে বলতে হবে, এই সরকার জনগণের সরকার নয়। আমাদের দেশ এমনই এক দেশ, যে দেশে দোষীদের বিচার হয় না, উল্টো দোষীদের যে ধরিয়ে দেয় তার বিচার হয়। ভাবতেই ভালো লাগে…. কি বলেন??? তা না হলে যাকে তদন্তের ভার দেওয়া হলো উল্টো তাকেই এখন আসামীর কাঠগড়ায় দাড়াতে হচ্ছে। ইব্রাহিম খালেদ এখন মনে মনে ভাবছেন, "কেন যে শেয়ারবাজারে কারসাজির তদন্তের ভার নিলাম! না নিলে হয়তো আজ আমাকে কাঠগড়ায় দাড়াতে হতো না।" দয়া করে সঠিকভাবে চক্রান্তকারীদের বিচার করুন। শেয়ার বাজারের হারানো গৌরব ফিরিয়ে আনুন। তবেই আমরা বুঝতে পারব সরকার বিনিয়োগ বান্ধব।