মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম

আকাশ সাহা
Published : 4 Oct 2015, 05:28 AM
Updated : 4 Oct 2015, 05:28 AM

একটা বিষয় অবাক করার মতো, মেডিকেল ভর্তি পরীক্ষায় যে অনিয়ম হয়েছে তা মোটামুটি আমরা সবাই নিশ্চিত। তারপর ও ছাত্রছাত্রীদের আন্দোলনকে সরকার সমর্থন দিচ্ছে না। পুলিশ তাদের লাঠি পেটা করছে, গ্রেপ্তার করছে। তাদের অন্যায় কী ছিল? তাদের দাবি তো ন্যায্য ছিল। তারপরও কেন ছাত্র-ছত্রীদের দাবি মেনে নেওয়া হচ্ছে না? আর আমাদের দেশে তো প্রতি বছরই প্রশ্নপত্র ফাঁস হয়, এটা আমরা সবাই জানি। এ বছরই প্রথম প্রতিবাদ হলো এ নিয়ে।

স্যালুট তাদের যারা আজ রাজপথে আছে। ছাত্ররা যত মহৎ ঊদ্দেশ্য নিয়েই রাজপথে যাক না কেন তাদের নির্যাতিত হতেই হবে। সেই ১৯৫২ থেকেই এটা চলে আসছে। শুধু মেডিকেল ই নয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতেও প্রতিবারই প্রশ্নপত্র ফাঁস হয়। ছাত্রছত্রীদের ঊপর নির্যাতন বন্ধ করে সরকারের একটু এই ব্যাপারে লক্ষ্ রাখা ঊচিত।