হরতাল অবরোধে ভোগান্তি সর্বস্তরে : কৃষকদের দীর্ঘশ্বাস চরমে

নিঃসঙ্গ গাঙচিল
Published : 27 Feb 2015, 05:26 PM
Updated : 27 Feb 2015, 05:26 PM

হরতাল, অবরোধে সর্বস্তরের জনগণের সাথে কৃষকরাও চরম ভোগান্তির শিকার|

চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক, কৃষক-মজুর সহ সর্বস্তরের মানুষের জনজীবন বিপর্যস্ত দীর্ঘদিন একটানা হরতাল আর অবরোধের কারণে| এরই মধ্যে ঝুঁকি মাথায় নিয়ে অনেকেই বের হচ্ছে, অনেকেই ফিরছে লাশ হয়েও| অনেক সময় আবার যাত্রীরা ঝুঁকি নিয়ে বের হতে চাইলেও ঝুঁকি নিতে চাচ্ছেননা চালক কিংবা গাড়ির মালিকরা| এই অবস্থায় সবজি ও কাঁচামাল সময়মতো শহরে পৌঁছাতে না পেরে লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের| পরিশ্রমের ঘাম ঝরানো ফসলের ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে, নাম মাত্র মূল্যে তা স্থানীয় বাজারেই বিক্রি করতে হচ্ছে বলে জানালেন টাংগাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বাজারের প্রান্তিক কৃষক আব্দুল জলিল| তিনি বললেন, "সবজি বেঁইচা সদাই করার পয়সা জোটেনা| বেটা-ছাওয়াল লইয়া খাইয়া না খাইয়া কতদিন আর কষ্ট করুম? এর থেইকা পেট্রোল বোমায় পুইড়া মরণই ভালা!"

আব্দুল জলিল নয় শুধু, সকল কৃষক মনে একই হাহাকার এখন| সবারই প্রশ্ন আর কতদিন?