ব্রাজিলের জলপ্রপাতে এ কোন রঙধনু !

মোঃ আলাউদ্দীন ভুঁইয়া
Published : 7 July 2015, 05:36 PM
Updated : 7 July 2015, 05:36 PM

ব্রাজিল-আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত দক্ষিণ আমেরিকার বৃহত্তম জলপ্রপাত ব্রাজিলের 'ফয দো ইগুয়াসু'। এ প্রপাতের পানি পতনের পরিমাণ নায়াগ্রার তিন গুণ। এ প্রপাতকে কেন্দ্র করে ব্রাজিল-প্যারাগুয়ে সীমান্তে গড়ে উঠেছে পৃথিবীর ২য় বৃহত্তম হাইড্রো ইলেকট্রিক বাঁধ 'ইটাইপো'। জলপ্রপাতটি ব্রাজিলের যে প্রদেশে অবস্থিত তার নাম 'পারানা' যেখান থেকে একটি নদী দ্বারা আর্জেন্টিনা-ব্রাজিল-প্যারাগুয়ে বিভক্ত। স্থানটির নাম 'তিন সীমান্তের মিলন' যেখানে দাঁড়িয়ে এক সাথে তিন দেশের সীমান্ত দেখা যায়।