রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের ভূয়া ছবি কেন?

এনামুল হক
Published : 2 June 2015, 07:50 AM
Updated : 2 June 2015, 07:50 AM

ফেইসবুক, ব্লগে দীর্ঘদিন যাবৎ কিছু লোক তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ফটোশপ বা ক্রপ করে ছবি পোস্ট দিয়ে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে। আমাদের মধ্যে অনেকেই তাদের ফাঁদে পা দিয়ে এইসব ভুয়া ছবি নিয়ে আলোচনা করি, উত্তেজিত হই, ফেইসবুকে শেয়ার দেই। বার্মাতে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত তা সারা বিশ্ব জানে, অনেকেই প্রতিবাদে সোচ্চার আছেন। তবে তাতে বার্মার জান্তা সরকারের ভ্রুক্ষেপ নেই।

এই সুযোগে অনেকেই বার্মাতে মুসলমানদের উপর নির্যাতনের ফটোশপ করা ভুয়া ছবি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে তারা সফল ও হচ্ছে। এমনই কিছু ছবি শেয়ার করা হলো, যাতে ভুয়া তথ্যযুক্ত ছবির পাশে আসল তথ্য সমৃদ্ধ ছবি দেয়া হয়েছে।

তবে একটি প্রশ্ন থেকেই যায়… যারা এই ধরণের বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের আসল উদ্দেশ্য কী?

***