রবিনসন ক্রুসো @ ঢাকা

মুনতেসার আলী
Published : 27 August 2014, 07:03 AM
Updated : 27 August 2014, 07:03 AM

রবিনসন ক্রুসো'র গল্পটা জানেন? ১৭১৯ সালে রচিত ডেনিয়ের ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসো; যেখানে জনমানবহীন এক দ্বীপে এক মানবের দুর্বিষহ একাকিত্ব জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। আজকের জমানায় এসে আমাদের অনেকেরই এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কী বললেন? অবিশ্বাস্য!
এক বন্ধু কর্মক্ষেত্রের সুবাদে ঢাকায় বসবাস করেন; একা একটি ভাড়া করা বাসায়। পরিবার-পরিজন আনার মত পরিস্থিতি নেই; হয়ত খরচ বা অন্য কোন পারিবারিক কারণে। সকালে অফিসে যান, দিন শেষে বাড়ী ফিরেন। যতক্ষণ অফিসে থাকেন, দিন দ্রুত কেটে যায়। কার্যদিবস শেষে কিংবা ছুটির দিনে বাসায় এসে তারপর…।
– কেন, আজকাল টেলিভিশনসহ কত কিছুই তো আছে, সময় কাটানো কোন বিষয় হলো?
– কতক্ষণই বা একা একা টিভি-সিনেমা দেখতে ভাল লাগে?
– মোবাইল আছে। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সাথে কথা বলা যায়।
– ঐ একই উত্তর। কতক্ষণই বা কথা বলবেন। আর খরচের বিষয় আছে না!
– কোন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব …
– ঢাকায় এসেছি, সেটা পাব কোথায়? অবশ্য ২/১ জন নেই তা নয়। কিন্তু সেটারও তো একটা লিমিট থাকা উচিত। বার বার এক বাসায় যাওয়া …
– তাহলে?
– তাহলে কি করা যায় বলুন তো!
:: মুনতেসার আলী ::