মেয়েবেলা, আমার মেয়েবেলা

আনা নাসরীন
Published : 8 March 2017, 03:08 AM
Updated : 8 March 2017, 03:08 AM

নারীদের জন্য একটা রুদ্ধ সমাজে মেয়ে শিশু হিসাবে জন্মে বেড়ে উঠেছি আমি। কী করা যাবে, তার চাইতে কী করা যাবে না, সেই ফর্দটা ছিল অনেক দীর্ঘ। চারদিকে নানা অবদমন। মনের মধ্যে ক্রমাগত পুঞ্জীভূত হয় কষ্ট, হতাশা কিংবা ক্ষুব্ধতা যা কোন এক সময় বেরিয়ে আসে 'মেয়েবেলা' গান হয়ে।