কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে ব্লগারদের ত্রাণ সহায়তার কিছু ছবি

আরিফ হোসেন সাঈদ
Published : 10 July 2012, 10:04 AM
Updated : 10 July 2012, 10:04 AM

দেশে বিদেশে থাকা বাংলা ভাষাভাষী অনেক ব্লগার চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। ব্লগারদের উপর দায়িত্ব ছিল তা দুর্গত এলাকাগুলোতে পৌঁছে দেওয়া। দেখুন ব্লগারদের পুরো কার্যক্রমের কিছু ছবি।

আরও দেখুন:
বাঁকখালীর বাঁকে বাঁকে ত্রাণ অথবা পরিত্রাণের গল্প
ব্লগারদের সাহায্য ও দুর্গত এলাকার সমস্যা
বিডিনিউজ ব্লগের ব্লগারদের ত্রাণ কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত!
বিডি নিউজ ব্লগারদের একটি সফল মিশন !!!
মিশন একমপ্লিশড! ব্লগারদের আন্তরিক অভিনন্দন!

ব্লগাররা যাচ্ছেন দুর্যোগপূর্ণ এলাকায় ব্লগারদের সাহায্য নিয়ে

প্রিয় ব্লগার এবং পাঠকগণ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেছেন যে, ব্লগারদের ত্রাণ বিতরণের ছবি পোষ্ট আকারে প্রকাশ করা হয়েছে। ব্যাপারটিতে নিতান্তই কিছু হাস্যকর বিষয় এবং নিজেদের কিছু নিচু মন মানসিকতা প্রকাশ পেয়েছে বা রাজনৈতিকদের মতো রাজনীতি করা হয়েছে, এমনটা ধারণা হওয়াই স্বাভাবিক। কিন্তু ব্যাপারটি সেরকম ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে বহু বাংলা ভাষাভাষী ব্লগার এই ত্রাণের টাকা পাঠিয়েছেন। স্বাভাবিক ভাবেই তারা এ ব্যাপারটি স্বচক্ষে দেখতে না পেয়ে ব্লগে দেখতে চান বা নিশ্চিত হতে চান। তাছাড়া ত্রাণ বিতরণে সবার পক্ষ থেকে শুধুমাত্র আটজন ব্লগার দুর্গত এলাকায় গিয়েছিলেন। তাঁদেরও বিষয়টি সবাইকে নিশ্চিত করার প্রয়োজন ছিল। তাছাড়া এ ধরনের ব্যাপারে স্বাভাবিক ভাবেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই ব্লগাররা ছবি আকারে এই পোষ্টটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়। এছাড়া এর অন্য কোন কারণ নেই। ধন্যবাদ।