মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা প্রসঙ্গে জ্ঞানী বলদ ও বুদ্ধিমান ছাগলের কথোপকথন

আরিফ হোসেন সাঈদ
Published : 1 March 2012, 07:26 PM
Updated : 1 March 2012, 07:26 PM

জ্ঞানী বলদঃ কিরে কি করস?
বুদ্ধিমান ছাগল: কিছুনা, কান চুলকাই।
জ্ঞানী বলদঃ কান চুলকানের কি দরকার পড়ল?
বুদ্ধিমান ছাগল: আসলে কান চুলকাইনা, ভাবতাছি একটা মার্ডার করুম।
জ্ঞানী বলদঃ কস কি তাইলে তো আমি তোরে হারাইলাম।
বুদ্ধিমান ছাগল: কেন যে লোকে আমারে বলদ কয়। বলদ তোরে কওয়ার দরকার ছিল।
জ্ঞানী বলদঃ তাইলে নাম বদলাইলো?
বুদ্ধিমান ছাগল: শোন তোর মনে কোন গোপন ইচ্ছা আছে?
জ্ঞানী বলদঃ একটা ইচ্ছা ছিল। একটা বড় জিনিস চুরি করার।
বুদ্ধিমান ছাগল: কি জিনিস?
জ্ঞানী বলদঃ একটা পুকুর।
বুদ্ধিমান ছাগল: বলদে কয় কি দেখ।
জ্ঞানী বলদঃ মার্ডার করার কি দরকার হইল?
বুদ্ধিমান ছাগল: এক ***** পুতেরে খুন করুম। একদিন আমি রাস্তা দিয়ে যাইতাছি আমার সবচাইয়া ক্লোজ গার্ল ফ্রেন্ড আমার লগে। ঐদিন শুক্কুর ছাদ থাইকা আমার মাথায় থুতু দিছে। ঐদিন আলতা সুন্দরী আমারে ত্যাগ করছে। উঃ উঃ উঃ আঃ আঃ আঃ আমার মনে অনেক কষ্ট। আমি ওরে ছারুম না।
জ্ঞানী বলদঃ কান্দিস না। শোন একটা কতা কই। আমার ময়না কইছে মানব হত্যা আর গু খওয়া একই।
বুদ্ধিমান ছাগল: না মার্ডার যত খারাপ কাজই হোক। শুক্কুররে আমি খাইছি।
জ্ঞানী বলদঃ একটা বিকল্প আছে।
বুদ্ধিমান ছাগল: কি?
জ্ঞানী বলদঃ তুই একটু গু খা।
বুদ্ধিমান ছাগল: ***** ****।
জ্ঞানী বলদঃ মারস কেন! মারিস না। আইচ্ছা হোন তুই খুন করলি তোর যে ফাঁসি হইল।
বুদ্ধিমান ছাগল: এখন খুন করলে ফাঁসি অয় নাকি? তোর মন চাইলে তুইও একটা কর।
জ্ঞানী বলদঃ আমিও খুন করুম! কিচ্ছু অয়না? কস কি আমার তো মাথা ঘোরায়। এইটা কি আইয়ামে জাহেলিয়াতের যুগ নাকি?
বুদ্ধিমান ছাগল: এইটা ডিজিটাল যুগ।
জ্ঞানী বলদঃ খুন করার দরকার হইলে পরে করুম নে। তয় আমার একটা ইচ্ছা আছে। করা যাইব না?
বুদ্ধিমান ছাগল: সব করা যাইব। কি করতে চাস? টাকা চুরি, পুকুর চুরি, কারও ঠ্যাং ভাঙ্গা, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, কারও সম্পত্তি দখল…সব।
জ্ঞানী বলদঃ তাইলে একটা ধ*ণ করুম। পাশের বাড়ির মর্জিনারে। মামারে আরও কয়েকজন আছে। একটার বেশী করা যাইব না?
বুদ্ধিমান ছাগল: যতই চাইবি, ততই পারবি। no problem.
জ্ঞানী বলদঃ ওস্তাদ আপনে কয়টা খুন দিবেন।
বুদ্ধিমান ছাগল: লিস্টি করা আছে। গনা লাগব।
জ্ঞানী বলদঃ একটা বিষয় নিয়া ভয় লাগতাছে। জেল-ফাঁস হইয়া গেলে।
বুদ্ধিমান ছাগল: বলদ আমি থাকতে তোর ভয় কি? আমি বোট পার্টি করি। আমাদের জন্য সব ফ্রি। এইটাই হইল দল করার মজা। আর দেশের খবর কিছু রাখস? ডজন ডজন খুনি বেকুসুর খালাস। ফুঁ…
জ্ঞানী বলদঃ ওস্তাদ এইটা কি বিড়ি খান? একটু দেহি।
বুদ্ধিমান ছাগল: এইটা বিড়ি না। সিগ্রেট। পাইব পাইব পাইব।
জ্ঞানী বলদঃ আহা ওস্তাদ কি মজা। ওস্তাদ মর্জিনা আইতাছে…
বুদ্ধিমান ছাগল: আমিও শুক্কেররে দেখতে পাইতাছি…

বিদ্রঃ এই কথোপকথনের সব চরিত্র, স্থান, কাল এবং ঘটনা কাল্পনিক। যদি কারও ব্যক্তিগত, সামাজিক বা রাজনৈতিক জীবনের সাথে মিলে যায় তা একেবারেই অনিচ্ছাকৃত।

আরিফ হোসেন সাঈদ
০৩/০১/১২, নারায়ণগঞ্জ।