সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ‘আইপজিটিভ’ এর ঈদ আনন্দ

আমিনুর রহমান হৃদয়
Published : 5 Sept 2017, 04:17 AM
Updated : 5 Sept 2017, 04:17 AM

.

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক উপহার দিয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি সমাজসেবামূলক সংগঠন। সোমবার সকালে উপজেলার সমাজসেবামূলক সংগঠন 'আইপজিটিভ' এর উদ্যোগে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা উপহার দেয়া হয়। এছাড়াও আইপজিটিভ'র সদস্যদের কোরবানির মাংসের তিনভাগের নিজস্ব ভাগের মাংস দিয়ে তাদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থাও করে এই সংগঠনটি।

.

এরপর ফানসিটি শিশু পার্কে তাদের সাথে ঘুরতে নিয়ে যাওয়া হয়। বিনোদন পার্কে গিয়ে সুবিধাভোগী শিশুদের মতো ঈদের আনন্দে মেতে উঠে সুবিধাবঞ্চিত এইসব শিশুরা। সংগঠনটির এই কর্মসূচিতে একাত্ততা পোষণ করতে উপস্থিত ছিলেন আইপজিটিভ'র অন্যতম শুভাকাঙ্ক্ষী ইফতেখারুল হক ধ্রুব, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, ইঞ্জিনিয়ার এনায়েত করিম, ইঞ্জিনিয়ার রেজু, আইপজিটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ প্রমুখ।

.

এ বিষয়ে আইপজিটিভ'র সভাপতি আলিউল ইসলাম অর্ণব বলেন, ''সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের খুশি বিনিময় করতে পেরে আমরা আনন্দিত। তাদের মুখে নতুন কাপড় পাওয়ার হাসি দেখে সত্যিই অনেক ভালো লাগছে। কর্মসূচিটি সাফল্যমণ্ডিত করতে যে সকল সদস্য, স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।''