সিগারেটের মূল্যবৃদ্ধি, ফুসফুস নাকি চিন্তার ক্যানসার!!!

আসাদুজজেমান
Published : 2 May 2011, 04:18 AM
Updated : 2 May 2011, 04:18 AM

সিগারেটের দাম বেড়েছে!!! অনেকেই দেখি খুশি হয়েছে! যে খুশির প্রকাশ ফেসবুক-এর স্ট্যাটাস হয়ে ব্লগেও আলোড়িত হচ্ছে।
আমি ভাবছিলাম, এ খুশির কারন কি শুধুই ধূমপানের ক্ষতি নাকি আমাদের নির্বুদ্ধিতা!!! সিগারেটের দাম বেড়েছে কিন্তু কারা বাড়িয়েছে?? সরকার কি অতিরিক্ত দামের মূল্য সংযোজন কর(ভ্যাট) পাচ্ছে??

সরকার তো দাম বাড়ায়নি? সরকার তো ভ্যাট পাচ্ছে না? তবে কারা, ধূমপানের ক্ষতির জুজু তুলে অবৈধ ভাবে দাম বাড়িয়ে কোটি কোটি টাকা অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে?
এরা তো সেই কপট, যারা ক্যান্সারের বিষ হাতে তুলে দেয় সঙ্গে সতর্কবার্তা-"ধূমপান ফুসফুস ক্যান্সারের কারন" বলে নিজেদের দায় মোচন করে নেয়। এরাই দাম বাড়িয়ে মুনাফা লুটে নেয় আর আমাদের বুঝিয়ে দেয় দুধের দাম নয় বিষের দাম বেড়েছে…তালিয়া।

আমরাও খুশি মনে তালি বাজাই……..আমি ভাবছিলাম, এরা সিগারেট দিয়ে আমাদের ফুসফুসের কতটা ক্ষতি করেছে জানিনা, তবে প্রতারণা যে আমাদের চিন্তা শক্তি পঁচিয়ে দিয়েছে সে লক্ষন স্পষ্ট!!!