উবুন্টু ক্লাসরুম প্রজেক্ট

আশিকুর_নূর
Published : 27 Jan 2012, 04:10 PM
Updated : 27 Jan 2012, 04:10 PM
উবুন্টু ক্লাসরুম, উবুন্টু কমিউনিটি লার্নিং প্রজেক্টের একটি অংশ।

উবুন্টু ক্লাসরুম প্রজেক্ট এর ধারনা হল IRC এর Freenode সার্ভারের #ubuntu-classroom চ্যানেলে নিয়মিত টিউটোরিয়াল সেসন নেওয়া। এই সকল টিউটোরিয়ালে উবুন্টু, কুবুন্টু এবং জুবুন্টু নিয়ে আলোচনা করা হয়, যাতে ব্যবহারকারীগন পুনরায় উবুন্টু প্রজেক্টে সহায়তা করতে পারে। ক্লাসরুমে নবীন থেকে অভিজ্ঞ, সকল পর্যায়ে সেসন নেওয়ার চেষ্টা করা হয়। এই সেসনগুলো উবুন্টু কমিউনটির সদস্য এবং টিমের মাধ্যমে করা হয়, এবং প্রতিটি সেসন ১ ঘন্টা চলে।

কেন উবুন্টু ক্লাসরুম? উবুন্টুর বিভিন্ন টিম IRC তে সেসন নিতে চায়। ক্লাসরুম সেই সকল সেসন কে একত্রিকরন করার জন্য এবং রিসোর্স গুলো যাতে নথিত থাকে সে জন্য করা। উবুন্টু ক্লাসরুম বর্তমানে নিম্ন লিখিত ক্লাশ গুলো হোস্ট করে:

অংশগ্রহন
আপনি যদি উবুন্টু ক্লশরুম প্রজেক্টে অংশগ্রহন করতে চান তাহলে উবুন্টু ক্লাসরুম মেইলিং লিস্ট এ যোগাযোগ করতে পারেন।

টুইটার: @ubuntuclassroom
আইডেনটি.সিএ: identi.ca/ubuntuclassroom

অফিসিয়াল ব্লগ: ubuntuclassroom