লিনাক্সদেশ এর ১ম জন্মবার্ষিকী পালন

আশিকুর_নূর
Published : 27 March 2012, 04:59 PM
Updated : 27 March 2012, 04:59 PM

এখনও মনে পরে ২৮শে মার্চ ২০২১, ইউনিভার্সিটির ল্যাবে ঢুকেই মেইল চেক আর প্রজন্ম ফোরাম চেক করছিলাম। হঠাৎ চোখ পড়ল নতুন লিনাক্স ফোরাম বিষয় লিখে আমাদেরই এক কমিউনিটির সদস্য অনিরুদ্ধ মেইল করেছে। লিনাক্স বলে কথা, কোন কিছু না তাকিয়ে মেইল পড়লাম, একটি লিংক ছিলো তাতে এমন forum.linuxdesh.com। দেরি করলাম না নিবন্ধন করলাম। দেখলাম আমার আগে আরও একজন নিবন্ধন করেছেন। একটি পোস্টও দিয়েছেন। আমি তার টপিকে পোস্ট করলাম, নিজেও একটা টপিক খুললাম। শুরু হল লিনাক্সদেশ ফোরামে আমার যাত্রা। কালের বিবর্তনে আজ লিনাক্সদেশ এখন linuxdesh.org, আছে ৭২৫ জন নিবন্ধিত সদস্য, ৯০২ টি টপিকে মোট ৫,৬৪০টি পোস্ট সবই আপনাদের কল্যাণে। আগামী ২৮শে মার্চ সকলের এই কমিউনিটির ১ বছর হবে। এই উপলক্ষে একটি ছোট আয়োজন করার নিয়ত করা হয়েছে কমিউনিটি সদস্যদের পক্ষ থেকে।

আগামি ২৮শে মার্চ, ২০১২ তারিখে বাংলাদেশি লিনাক্স ইউজার গ্রুপ, linuxdesh.org এর বয়স এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এজন্য ৩০শে মার্চ তারিখে সদস্যদের পক্ষ থেকে একটি অনাড়ম্বর, ছোটখাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একসঙ্গে বসে আড্ডা, গল্পের পাশাপাশি থাকছে ট্রাবলশুটিং সেশন! ওইদিনেই লিনাক্সদেশ ব্লগের উদ্বোধন হবে।

বিস্তারিতঃ
অনুষ্ঠানের স্থানঃ ছবির হাট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের তারিখঃ ৩০শে মার্চ, ২০১২ শুক্রবার।
অনুষ্ঠানের সময়ঃ বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। (শার্প!)

প্রোমো ভিডিওঃ

http://www.youtube.com/watch?v=PGnk2eLiSQU

বিঃদ্রঃ পানীয় ও খাবারের দায়িত্ব যার যার নিজের!

আপনারা সবাই সবান্ধব আমন্ত্রিত।