শহরে-গ্রামে, বন্দরে-বন্দরে এমন নেশায় মাতাল হোক প্রতিটি যুবক

সোহাগ অতনু
Published : 2 May 2017, 12:18 PM
Updated : 2 May 2017, 12:18 PM

.

চক বাজারের কিছু তরুণ ব্যবসায়ী মিলে প্রতিষ্ঠা করেছে 'অলিন্দ' নামে একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। দেশের বৃহৎ পাইকারি বাজারে সারাদিন ব্যস্ত সময় পার করে রাত আটটার পরে তারা সংগঠনের কাজ করে। কারো রক্তের দরকার পড়লে ছুটে যায় তখনি পকেটের পয়সা খরচ করে। বিনিময়ে কিছুই চায় না তারা। শুধু দেখতে চায় প্রাণ সংশয়ে হতবিহ্বল মানুষের সস্তির হাসিটুকু। আমার চেনা কারো রক্তের দরকার পড়লেই ফোন করি, আর ওদের মধ্যে কেউ না কেউ হাজির হয়ে যায়। এক একজন ঈসা মসীহ।

আজ ছিল ওদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মে দিবস আর প্রতিষ্ঠাবার্ষিকী একসঙ্গেই পালন করে তারা। ওরা কেউ বলে না আমরা মানুষের জন্য কাজ করি। ওরা মঞ্চে উঠে বড়বড় বক্তৃতা করে জাতিকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেয় না। ওদের শরীর থেকে অন্যের শরীরে রক্ত প্রবেশ করলে মগজের মধ্যে কেমন যেন একটা আরাম বোধ করে। ওরা তখন মাতাল হয়। ওটা ওদের একটা নেশা, মানুষ বাঁচাবার নেশা! এমন নেশার চোরা চালান হয় না কেন? শহরে-গ্রামে, বন্দরে-বন্দরে এমন নেশায় মাতাল হোক প্রতিটি যুবক! ওরা আমার কাছে যেমন শ্রদ্ধার, সেইসব রাজনীতিকরা আমার কাছে তেমন ঘৃণার। যারা……!