বিশ্ব কন্যা শিশু দিবস আজ

আতাস্বপন
Published : 30 Sept 2012, 10:20 AM
Updated : 30 Sept 2012, 10:20 AM

আজ ৩০ শে সেপ্টেম্বর। বিশ্ব কন্যা শিশু দিবস। আমার সাম্প্রতিক পোষ্ট একজন আতর আলী কন্যা শিশু বিষয়ক একটি রচনা।
লিংক:
http://prothom-aloblog.com/posts/13/175931

একজন আতর আলী
শনিবার ২২ সেপ্টেম্বর ২০১২, দুপুর ১২:৩৩
ক্যাটাগরী: নাগরিক আলাপ


সময় করে পড়ে দেখবেন।

আমাদের সমাজে মেয়েরা বড়ই অবহেলার পাত্র। আইমে জাহেলিয়াতের জমানায় যে দৃষ্টিভঙ্গী ছিল। তা যেন আবার ফিরে এসেছে। কি শিক্ষিত কি অশিক্ষিত সবাই কন্যা শিশুদের প্রতি বৈষম্যমুলক আচার করে আসছে। জম্মের আগেই তাদের হত্য করছে। জম্মের পর তাদের হত্যা করছে। কেন এই নিকৃষ্ট মানসিকতা?

আল্লাহর অশেষ রহমত । আমার দুটি মেয়ে । নওরীন আর নুবা। আপনার আমার জন্য এবং আমার মেয়ে দুটির জন্য দোয়া করবেন। আমি যেনো তাদের ঠিক ঠিক মতে লালন পালন করে বড় করতে পারি। তাদের ইনসানে কামেল বানাতে পারি। অন্যন্য মানুষ বানাতে পারি।

নওরিন আর নুবা

নুবা

নওরিন

মহানবী সা. এর হাদিস এর অংশ বিশেষ – যার ৩টি কন্য সন্তান আছে। আর সে তাদের লালন-পালন করে (তার মৌলিক অধিকার সংরক্ষন করে) উত্তম স্বামী দেখে বিয়ে দেয়। সে জান্নাতি।

আমার কন্যাদ্বয়

দুটি কন্যা দুটি ফুল
নওরিন আর নুবা
বিশ্ব কন্যাশিশু দিবসে
শুভেচ্ছা জানাই বাবা।

আল্লাহর কাছে দোয়া করি
ইনসানে কামেল হবি
ফুলের মত সুবাস ছড়িয়ে
সবার মাঝে রবি।

তোদের জন্য এ সমাজে
আছে অনেক বাঁধা
মেঘের কোলে রোদ হয়ে
সরিয়ে দিবি ধাঁধা।

সত্য ন্যায়ে চলবি তোরা
এটাই উপদেশ
বিশ্ব যেনো তোদের দিয়ে
চিনে বাংলাদেশ।