হুজুগের দেশে লজ্জিত জনতা নির্লজ্জ প্রশাসন

আতাস্বপন
Published : 26 August 2015, 03:50 AM
Updated : 26 August 2015, 03:50 AM

বাংলাদেশ হইল হুযুগের দেশ। কেউ একটা হুযুগ উঠাইলেই হইলো। বিদেশীরা দেখাইল রাস্তা পরিষ্কার কইরা। সেইম সেইম। বাস আর যায় কই সবাই নাইমা গেল ঝাঢ়ুদারের ভুমিকায়। অবশ্য এই হুযুগটা ভাল। কথা হইল সিটি কর্পোরেশন এখন কি বইয়া বইয়া মাছি মারব। কত জোর জবদস্তি আর ভোট কেন্দ্র দখল কইরা নির্বাচনে জিতানো হইল দুই কুতুব কে। কই তাদেরতো কোন ক্রিয়া বা প্রতিক্রিয়া নাই। দুইজনেরকি হাম হইছে। ছোয়াছে বাইরে বাইর হন যাইব না। সবাই খালি গদি খুজে। গদি পাইলে মদ্দায় মাদি হইয়া বইয়া থাকে। নাকি নূপুংসক হইয়া যায়? বড়ই জটিল ধাধা। ওরা কি ভাবে আমাদের গরু কিংবা গাধা? যাই ভাবুক বিদেশিরা এইবার দুইডার মুখে আলকাতরা লেইপা দিছে। শেইম শেইম শেইম। দুর্নিতি ওগো এইম। জমতে জমতে ক্লেইম। জনরোশে এইনডিং গেইম।