সত্যি ফাটাকেষ্ট!

বাহার রায়হান
Published : 28 July 2016, 03:39 AM
Updated : 28 July 2016, 03:39 AM

বড়ই অবাক লাগে আমাদের দেশের মন্ত্রীদের কর্মকান্ডগুলো দেখলে। সারা বাংলাদেশে আমাদের মাননীয় সেতু মন্ত্রী ওবাইদুল কাদের কে সবাই ফাটাকেষ্ট নামে চিনে আমার মনে হয়। আমিও মনে মনে ভাবতাম তার কাজ গুলো এমনই মনে হয়।

আমাদের চকরিয়া এলাকায় কয়েক দিন আগে ওবায়দুল কাদেরের আগমন ঘটে মূলত তিঁনি যাচ্ছিলেন কক্সবাজারের উদ্দেশ্য, যেই তারঁ আগমন ঘটবে সেই দিন দেখি রাস্তা –ফুটফাট সব জায়গা ফাঁকা আমি তো আবাক। পরে এক পুলিশ অফিসার কে জিজ্ঞাস করলাম স্যার আজ সব ফাঁকা কেন?

তিনি আমাকে বললেন যোগাযোগ মন্ত্রী আসবে আজকে তাই আমরা সব সরিয়ে ফেলতে আদেশ দিলাম।

কয়েক ঘন্টা পর মন্ত্রী সাহেব আসলেন, সত্যি ফাটাকেষ্ট। গাড়ি দাড়ানোর সাথে সাথে তিনি গাড়ি থেকে নেমে নিজে হাতে লাঠি নিয়ে রাস্তার পাশে যে গাড়ি গুলো ছিল গাড়ি গুলোর আইনা ভেঙ্গে দিচ্ছেন। কিন্তু তিনিঁ চলে যাওয়ার পরে সব আগের অবস্থানে চলে আসে। এইখানে লাভ টা কি হল আর ক্ষতিটা কার হলো।

একজন রিক্সাচালক বলল ভাই আজ সারা দিন ১০০ টাকা কামাই করতে পারি নাই। আমি বললাম, কেন চাচা? উত্তর দিল, স্টেশনে উঠতে দেয়নাই তো তাই। এইভাবে আমাদের মন্ত্রীরা সফল হয়, তাদের কাজের কারণে কারো ক্ষতি হোক বা না হোক।

প্রশিক্ষক = দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ