আজ দেশকে গণতন্ত্রওয়ালা দেশ বলে সবাই

বাহার রায়হান
Published : 7 March 2017, 05:48 PM
Updated : 7 March 2017, 05:48 PM

৭ মার্চ রবিময় দিন। আমি আজকের দিনে নয়, প্রতিদিন ৭ই মার্চকে স্মরণ করি। বঙ্গবন্ধু দেশের স্বার্থের কথা ভাষণে অনেক বার বলেছন। তিনি বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থার কথা ৭১ পরে বলেছিলেন। কিন্তু আমরা তা অন্য ভাবে নিয়েছিলাম।

শেখ মুজিবের মৃত্যুর পর কি কোন বৈধ সরকার এদেশে এসেছে? এই মতবাদে তর্ক আছে আমি জানি। আজ দেশকে গণতন্ত্রওয়ালা দেশ বলে সবাই। বলতেই হচ্ছে কেউ কি বলতে পারবেন ঘুষ ছাড়া চাকরি নিবেন, আপনি সরকারি কোন কাজটা ঘুষ ছাড়া করবেন?

এটা নাকি ঘুষ না? আবদার করে কেউ কিছু দিলে নিতে হয়, বাংলাদেশ এতই ধনী রাষ্ট্র আবদার করে ১০-১২ লাখ টাকা নাস্তা খরচ দেয়। অসাধারণ না কথা টা শুনতে?।

৫ টাকার চাল নেওয়া জন্য মধ্যবিত্ত পরিবারগুলো লাইন ধরে। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিম্নবিত্ত অসহায় গরিবদুঃখীরদের জন্য যে চাল বরাদ্দ।

যে যেভাবে হওক সুযোগ পেলে হাতিয়ে নিচ্ছে। ৭ই মার্চ পালন না করে ৭ই মার্চের ভাষণকে কাজে প্রয়োগ করুন। তাহলেই উন্নত রাষ্ট্র গড়ে উঠবে।

বাহার উদ্দিন রায়হান
ছাত্র- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়