পদ্মা সেতুর নামকরণ চাই “ড:ইউনুস পদ্মা সেতু ”

বাংগাল
Published : 2 July 2012, 04:03 AM
Updated : 2 July 2012, 04:03 AM

কোন ভূমিকা , উপসংহার লিখবনা । যদি বীরের দেশ বাংলাদেশে পদ্মা সেতু কোনদিন বাস্তবে পরিণত হয় ,আমার দাবি রইল সেতুটির নাম যেন হয় "ড:ইউনুস পদ্মা সেতু " , এমনিভাবে পলাশীর যুদ্ধ আর মীর জাফরের নাম অংগাঙ্গি জড়িয়ে আছে ।
পদ্মা সেতুর নাম নিলেই যেন ইউনুসের নামটি বাঙালির মনে পড়ে ,হোকনা ২০০ বা ৩০০ বছর পরে।

১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম যে নিক্সন-কিসিনজার গং গোলাম আজমদের সাথে নিয়ে প্রতিহত করতে চেয়েছিল , তেমনি ২০১২ সালে এসে পদ্মা সেতুর বাস্তবায়ন প্রতিহত করল বিশ্বব্যাংক-হিলারি গং ইউনুসকে সাথে নিয়ে ।

যুগে যুগে ইউনুস -গোলাম আযমরা বাঙালি জাতির ধিক্কারের নাম হবে ।বাংলাদেশ রাষ্ট্রের জন্ম যেমনি ভাবে গোলাম আযমরা ঠেকাতে পারেনি ,ঠিক তেমনি ভাবে ইনশাআল্লাহ পদ্মা সেতুর বাস্তবায়ন ও ইউনুসরা ঠেকাতে পারবেনা ।৩০ লক্ষ বাঙালির রক্তে অর্জিত বাংলাদেশকে আমরা ইউনুসের কাছে বিক্রি করবোনা ।

তাই যে অর্থে আমরা মীরজাফরকে পলাশীর যুদ্ধ সম্পর্কে বুঝি , সেই অর্থে ইউনুসকে আমরা এবং পরবর্তী প্রজন্ম পদ্মা সেতু বিষয়ে স্মরণ করবো ।